ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এক রাতে ৫টি গরু চুরি

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ২২৬ Time View

যশোরঃ

যশোরের চৌগাছায় এক রাতে কৃষকের ৫টি গরু চুরি হয়েছে। শনিবার গভীররাতে চৌগাছা পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের ডিগ্রি কলেজ পাড়ায় চান্দু বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক চান্দু বিশ্বাস জানান, চুরি যাওয়া গরুর মধ্যে দুটি গাভী, একটি এঁড়ে ও দুটি বাছুর রয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা ।

ক্ষতিগ্রস্থ কৃষক চান্দু বিশ্বাসের স্ত্রী শাহানারা বেগম ও ছেলে শেখশাদি জানান, রাত ১২টা পর্যন্ত গরুগুলো গোয়ালঘরে ছিল। রাত ৩ টার দিকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কিছু সময় পরে গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে একটিও গরু নেই। খোঁজ নিয়ে দেখতে পান- বাড়ির পেছনের গেটের তালা ভাঙা। চোরেরা গরুগুলো চুরি করে বাড়ির পেছনের গেট দিয়ে নিয়ে গেছে।

স্থানীয় পৌর কাউন্সিলর জিএম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনায় চৌগাছা থানায় একটি জিডি করেছেন চুরি যাওয়া গরুর মালিক চান্দু বিশ্বাস।

এ ব্যাপারে চৌগাছা থানার অফিচার্জ ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন, গরু চুরির বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সবুজদেশ/এসইউ

Tag :