ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক সপ্তাহ হাঁস-মুরগি শিকারের পর ফাঁদে আটকা মেছোবাগ

Reporter Name

মাগুরাঃ

গত এক সপ্তাহ ধরে মেছোবাঘটি মাগুরার শিয়ালজুড়ি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে হাঁস-মুরগি শিকার করছিল। পরে ফাঁদ পেতে মেছোবাঘটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিরল প্রজাতির এই মেছোবাঘটি রোববার দুপুরে মাগুরা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, শনিবার রাত ১২টার দিকে মাগুরার সদর উপজেলার শিয়ালজুড়ি গ্রাম থেকে আটক মেছোবাঘটি থানায় আনা হয়। পরে যথাযথ সংরক্ষণের লক্ষ্যে রোববার খাঁচাবন্দী বাঘটি মাগুরা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ওই গ্রামের মানুষ মেছোবাঘটির অত্যাচারে বেশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। পরে শনিবার রাতে ওই গ্রামের সুধির দাসের বাড়ির পাশে নবগঙ্গা নদীর পাড়ে গ্রামবাসীরা একটি মুরগি বেধে ফাঁদ তৈরি করলে বিরল প্রজাতির বাঘটি ধরা পড়ে।

মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, গ্রামবাসীর হাতে আটক বন্যপ্রাণীটি বিরল প্রজাতির একটি মেছোবাঘ। বসবাস ও অবাধ বিচরণের মতো বনভূমি কমে যাওয়ায় দিনে দিনে এর সংখ্যা কমে আসছে। বিধায় বিলুপ্ত প্রজাতির মেছোবাঘটি সংরক্ষণের স্বার্থে এটিকে খুলনা বন্য প্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

About Author Information
আপডেট সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
৩৪৪ Time View

এক সপ্তাহ হাঁস-মুরগি শিকারের পর ফাঁদে আটকা মেছোবাগ

আপডেট সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

মাগুরাঃ

গত এক সপ্তাহ ধরে মেছোবাঘটি মাগুরার শিয়ালজুড়ি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে হাঁস-মুরগি শিকার করছিল। পরে ফাঁদ পেতে মেছোবাঘটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিরল প্রজাতির এই মেছোবাঘটি রোববার দুপুরে মাগুরা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, শনিবার রাত ১২টার দিকে মাগুরার সদর উপজেলার শিয়ালজুড়ি গ্রাম থেকে আটক মেছোবাঘটি থানায় আনা হয়। পরে যথাযথ সংরক্ষণের লক্ষ্যে রোববার খাঁচাবন্দী বাঘটি মাগুরা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ওই গ্রামের মানুষ মেছোবাঘটির অত্যাচারে বেশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। পরে শনিবার রাতে ওই গ্রামের সুধির দাসের বাড়ির পাশে নবগঙ্গা নদীর পাড়ে গ্রামবাসীরা একটি মুরগি বেধে ফাঁদ তৈরি করলে বিরল প্রজাতির বাঘটি ধরা পড়ে।

মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, গ্রামবাসীর হাতে আটক বন্যপ্রাণীটি বিরল প্রজাতির একটি মেছোবাঘ। বসবাস ও অবাধ বিচরণের মতো বনভূমি কমে যাওয়ায় দিনে দিনে এর সংখ্যা কমে আসছে। বিধায় বিলুপ্ত প্রজাতির মেছোবাঘটি সংরক্ষণের স্বার্থে এটিকে খুলনা বন্য প্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হবে।