এখন পর্যন্ত করোনা মুক্ত ঝিনাইদহ জেলা
ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়নি। এর আগে শৈলকুপা উপজেলায় করোনা সন্দেহে এক এইচএসসি পরীক্ষার্থীকে আইসোলেশনে রাখা হয়েছিল। পরীক্ষার পর জানা যায় সে করোনা মুক্ত।
এদিকে আজ রোববার (১৯এপ্রিল) পর্যন্ত জেলায় কোয়ারেন্টাইনে রয়েছে ১৯১৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৯৯২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৯২৭ জন।
জেলায় করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আজ পর্যন্ত – ১৩৬ জনের। এর মধ্যে ২৭জনের রিপোর্ট এসেছে , তাঁরা সবাই করোনা মুক্তো।
বাকিদের রিপোর্টও ধারাবাহিকভাবে আসবে বলে জানানো হয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আমরা করোনা এর তৃতীয় স্টেজে প্রবেশ করে ফেলেছি। অর্থাৎ কার থেকে করোনা ভাইরাস সংক্রমণ হচ্ছে তা আর খোঁজ পাওয়া সম্ভব নয়। তাই আমাদের ঘরে থাকা ছাড়া আর কোন বিকল্প নেই। তিনি জানান সস্তির সংবাদ, আজ রোববার পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা – ০ ( শুন্য)।
তিনি আরো বলেন, আমরা সবাই সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলবো এবং তাদেরকে সহযোগিতা করব ও বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবোনা। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে করোনার হাত থেকে রক্ষা পেতে। তাই আসুন নিজে সচেতন থাকি অপরকে সচেতন করি।