ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এত বেতনের পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

Reporter Name

ফাইল ফটো

ঢাকা:

এত বেশি বেতন-ভাতা, সুযোগ-সুবিধার পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শও দিয়েছেন তিনি।

বুধবার (১৮ আগস্ট) সচিবদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সরকারপ্রধান। এ সময় ব্যাপকহারে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে দুর্নীতির বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘দুর্নীতি একটি ব্যাধির মতো, এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেদিকে আপনাদের একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। যেখানে দুর্নীতি দেখবেন সেখানেই ব্যবস্থা নিতে হবে। যারা ভাল কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে। কিন্তু যারা দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী সকলের বেতন আমরা বৃদ্ধি করে দিয়েছি। আবাসনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা উৎসব ভাতা দিচ্ছি। আমরা পহেলা বৈশাখ আমাদের বাংলা নববর্ষ, নববর্ষ ভাতা আমরা দিয়ে যাচ্ছি। গৃহ নির্মাণের জন্য যাতে সহজে ঋণ পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা দিচ্ছি। গাড়ি কেনার ব্যবস্থা আমরা করে দিয়েছি। গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করে দিয়েছি। এই সুযোগগুলো আমরা সৃষ্টি করেছি

এত সুযোগ-সুবিধার পরও দুর্নীতিতে অংশ নেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিক ভাবে অগ্রগতি হচ্ছে, এ জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করবো না। সেটিকে মাথায় রেখে কাজ করতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলার ওপরও জোর দেন।

About Author Information
আপডেট সময় : ০৮:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
২২৯ Time View

এত বেতনের পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

ঢাকা:

এত বেশি বেতন-ভাতা, সুযোগ-সুবিধার পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শও দিয়েছেন তিনি।

বুধবার (১৮ আগস্ট) সচিবদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সরকারপ্রধান। এ সময় ব্যাপকহারে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে দুর্নীতির বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘দুর্নীতি একটি ব্যাধির মতো, এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেদিকে আপনাদের একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। যেখানে দুর্নীতি দেখবেন সেখানেই ব্যবস্থা নিতে হবে। যারা ভাল কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে। কিন্তু যারা দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী সকলের বেতন আমরা বৃদ্ধি করে দিয়েছি। আবাসনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা উৎসব ভাতা দিচ্ছি। আমরা পহেলা বৈশাখ আমাদের বাংলা নববর্ষ, নববর্ষ ভাতা আমরা দিয়ে যাচ্ছি। গৃহ নির্মাণের জন্য যাতে সহজে ঋণ পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা দিচ্ছি। গাড়ি কেনার ব্যবস্থা আমরা করে দিয়েছি। গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করে দিয়েছি। এই সুযোগগুলো আমরা সৃষ্টি করেছি

এত সুযোগ-সুবিধার পরও দুর্নীতিতে অংশ নেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিক ভাবে অগ্রগতি হচ্ছে, এ জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করবো না। সেটিকে মাথায় রেখে কাজ করতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলার ওপরও জোর দেন।