যশোর প্রতিনিধিঃ

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং কেশবপুর থানার ওসি জসিম উদ্দীনের মোবাইল ফোনের কল রেকর্ড ফাঁসের পর জানমালের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. সাইফুল্লাহ।

শনিবার কেশবপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডিটি করা হয়। মো. সাইফুল্লাহ কেশবপুর উপজেলার বাসিন্দা পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কর্মী।

সম্প্রতি সাতবাড়িয়া এলাকার ‘মেসার্স সুপার ব্রিকস’ নামে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন মো. সাইফুল্লাহ। আদালত থেকে ভাটার বিরুদ্ধে নির্দেশনাও আনেন। আর এতেই ক্ষিপ্ত হন এমপি শাহীন চাকলাদার।

তিনি সপ্তাহ দুই আগে কেশবপুর থানার ওসি জসিম উদ্দীনকে ফোন করে থানায় বোমা মেরে ‘ডাকাতি’ চেষ্টার অভিযোগ এনে সাইফুল্লাহকে মামলার আসামি করতে বলেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here