এবার ডেঙ্গুতে খুলনায় শিশুর মৃত্যু
খুলনাঃ
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শ্রাবন্তী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
শ্রাবন্তী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. সোহাগের মেয়ে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত ৩১ আগস্ট সন্ধ্যায় শ্রাবন্তীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে।