এবার লাদাখে চীনা বাহিনীর হামলায় ৭৬ ভারতীয় সেনা আহত
সবুজদেশ ডেস্কঃ
লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ২০ ভারতীয় সেনা নিহতের পাশাপাশি আরও ৭৬ জন আহত হয়েছেন।
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, আহত সেনাদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এখন। সীমান্ত সংঘর্ষের সময় আহত সেনাদের মধ্যে ১৮ জন লে হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকি ৫৬ জনের চিকিৎসা চলছে অন্যান্য হাসপাতালে।
আহতরা সুস্থ হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা।
গত সোমবার রাতে লাদাখ সীমান্তের গলওয়ান উপত্যকায় দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন।
গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর একটি তাঁবু সরানোকে কেন্দ্র করেই এ সংঘর্ষ বাধে বলে জানিয়েছে এনডিটিভি। গত ৬ জুন চীন-ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হয়।
ওই বৈঠকে সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে কোনো ধরনের গোলাগুলি হবে না বলে চুক্তিবদ্ধ হয়েছিল দুদেশ। ওই চুক্তির কারণেই গুলি ছোড়াছুড়ি ছাড়াই প্রাণঘাতী সংঘর্ষ হয়।