ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার সংগীতশিল্পী নিশো-মেহজাবীন

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

প্রেম ভালোবাসার গল্পের পাশাপাশি মাঝে মধ্যেই ব্যতিক্রমী গল্পের নাটকে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তেমনই একটি নাটকে সম্পতি অভিনয় করেছেন নিশো ও মেহজাবিন।

নাটকটির নাম ‘শিল্পী’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। ১৫ জানুয়ারি রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

নাটকে আফরান নিশোর চরিত্রের নাম চমক এবং মেহজাবিনের নাম জরিনা। তারা রাস্তায় গান গেয়ে টাকা উপার্জন করে। এভাবে ভালোই চলছিল তাদের। কিন্তু একদিন জরিনার এলাকায় গান গাইতে চলে আসে শিল্পী চমক। এতেই দেখা দেয় বিপত্তি। 

শিল্পী চমকের কারণে জরিনার দর্শক কমে যেতে থাকে। কারণ শিল্পী চমক পুরুষ ও নারী উভয় কণ্ঠে গান গেয়ে দর্শকদের ব্যতিক্রমী আনন্দ দিয়ে থাকেন। এ কারণে তার জনপ্রিয়তাও অনেক বেশি। আর এসব নিয়েই জরিনার সঙ্গে চমকের দ্বন্দ্ব দেখা দেয়। এরপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।

নাটকটি প্রসঙ্গে আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, নিশো ও মেহজাবিন প্রায়ই ব্যতিক্রমধর্মী গল্প ও চরিত্রে অভিনয় করেন। এ নাটকটিও তেমনই একটি নাটক। আশা করছি দর্শক এটি আগ্রহ নিয়ে দেখবেন এবং আনন্দ পাবেন।

About Author Information
আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
২৪৫ Time View

এবার সংগীতশিল্পী নিশো-মেহজাবীন

আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১

সবুজদেশ ডেস্কঃ

প্রেম ভালোবাসার গল্পের পাশাপাশি মাঝে মধ্যেই ব্যতিক্রমী গল্পের নাটকে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তেমনই একটি নাটকে সম্পতি অভিনয় করেছেন নিশো ও মেহজাবিন।

নাটকটির নাম ‘শিল্পী’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। ১৫ জানুয়ারি রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

নাটকে আফরান নিশোর চরিত্রের নাম চমক এবং মেহজাবিনের নাম জরিনা। তারা রাস্তায় গান গেয়ে টাকা উপার্জন করে। এভাবে ভালোই চলছিল তাদের। কিন্তু একদিন জরিনার এলাকায় গান গাইতে চলে আসে শিল্পী চমক। এতেই দেখা দেয় বিপত্তি। 

শিল্পী চমকের কারণে জরিনার দর্শক কমে যেতে থাকে। কারণ শিল্পী চমক পুরুষ ও নারী উভয় কণ্ঠে গান গেয়ে দর্শকদের ব্যতিক্রমী আনন্দ দিয়ে থাকেন। এ কারণে তার জনপ্রিয়তাও অনেক বেশি। আর এসব নিয়েই জরিনার সঙ্গে চমকের দ্বন্দ্ব দেখা দেয়। এরপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।

নাটকটি প্রসঙ্গে আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, নিশো ও মেহজাবিন প্রায়ই ব্যতিক্রমধর্মী গল্প ও চরিত্রে অভিনয় করেন। এ নাটকটিও তেমনই একটি নাটক। আশা করছি দর্শক এটি আগ্রহ নিয়ে দেখবেন এবং আনন্দ পাবেন।