মোঃ হুমায়ুন কবির নাটোর সদর পতিনিধিঃ এমপিওভুক্তির দাবীতে নাটোরে নন এমপিও সকল শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন নন এমপিও সকল শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা শাখার সভাপতি প্রভাষক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদ, সহ-সভাপতি সাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসুচি ও পরে অনশন, মহাসমাবেশ সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। ২০১৮ সালের ৫ জানুয়ারী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষা সচিব সোহরাব হোসাইন ও প্রধানমন্ত্রীর দপ্তরের একান্ত সচিব তাদের জানান যে প্রধানমন্ত্রী তাদের দাবী মেনে নিয়েছেন। দীর্ঘদিন ধরে দাবী আদায়ের আন্দোলনের পরেও এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে কঠোর পরিশ্রম এবং মানবেতর জীবন যাপন করছে। তারা দ্রুততম সময়ে সকল ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্তির দাবী জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here