ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আনার হত্যার এক বছর, অগ্রগতি নেই মামলার তদন্তে

 

কলকাতায় সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার এক বছর আজ। ৫ আগস্ট সরকার পতনের পর থমকে গেছে মামলার তদন্ত। নয় মাস ধরে নেই কোনো অগ্রগতি। আনারের দেহাবশেষের সঙ্গে মেয়ের ডিএনএ মিলে গেলেও সেই রিপোর্ট আনতে এখনও পশ্চিমবঙ্গ সিআইডির সঙ্গে যোগাযোগ করেনি ডিএমপি।

ভারতে ৮৭ দিনে মামলার অভিযোগপত্র জমা পড়লেও দেশের আদালতে প্রতিবেদন জমা দিতে ৯ বার পেছানো হয়েছে সময়। অপরাধ বিশ্লেষক বলছেন, দ্রুত নিষ্পত্তি না করে উল্টো মামলাটি ড্রিপ ফ্রিজে পাঠানো দুঃখজনক।

গত বছরের ১২ মে ভারতের কলকাতায় যান ঝিনাইদহের তখনকার এমপি আনোয়ারুল আজিম। এরপর ১৩মে থেকে নিখোঁজ হন তিনি। এ নিয়ে তোলপাড় শুরু হয় দুই দেশেই।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ভিন্ন দুটি রাষ্ট্রের মধ্যে অপরাধটি সংঘঠিত হয়েছে। সেক্ষেত্রে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে কিছুটা সময় লাগছে, সেটাই স্বাভাবিক। তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে যাচাই-বাছাই করে পুলিশি প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’

আইনজীবীরা বলছেন, এমন চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তি করতে না পারলে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ্ বলেন, ‘আমার মনে হয় তদন্ত কর্মকর্তাকে আরও সতর্ক থাকতে হবে। এবং পাবলিক প্রসিকিউটর কেবল মামলা পরিচালনা করবেন না। তিনি তদন্ত কাজেরও গুরুত্বপূর্ণ ব্যক্তি। আশাকরি দ্রুত তদন্ত কাজ শেষ করে আদালতে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন সংশ্লিষ্টরা।’

আনার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করে অন্তর্বর্তী সরকারকে উদাহরণ তৈরির তাগিদ অপরাধ বিশ্লেষকের।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘এ হত্যাকাণ্ড কিন্তু যারা আগামী দিনে সংসদ সদস্য হতে চান বা জনপ্রতিনিধি হতে চান তাদের জন্য একটা শিক্ষা। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অনেক কিছু বোঝার আছে। একই সঙ্গে আমাদের দেশের নাগরিকদের দেশের ভেতর এবং দেশের বাইরে নিরাপত্তা দেয়া এবং তাকে অপরাধ মুক্ত রাখার প্রেক্ষাপট তৈরিতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’

এ ঘটনায় ৯ জন গ্রেফতার হলেও হোতা শাহীন এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যার পর যুক্তরাষ্ট্রে পালিয়েছে বলে ধারণা পুলিশের।

তদন্তে নেমে যশোর অঞ্চলের চরমপন্থি নেতা আমানুল্লাহ ও তার ভাতিজা তানভীর এবং খুনের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহিনের বান্ধবী সেলেস্তিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু ও আরেক নেতা বাবু। খাগড়াছড়ির পাহাড় থেকে ধরা পড়ে দুই ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ। ভারত ও নেপালে গ্রেফতার হয় জিহাদ ও সিয়াম। পুলিশ জানায়, স্বর্ণ চোরাচালাল নিয়ে শাহীনের সঙ্গে দ্বন্দ্বের জেরে খুন হন আনার।

বাগজোলা খালে মেলে আনারের হাড়। সঞ্জিভা গার্ডেনের সেপটিক ট্যাংক মেলে প্রায় ৪ কেজি মাংস। উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে মিলে যায় আনারের মেয়ের ডিএনএ। হত্যার ৮৭ দিনেই মামলার অভিযোগপত্র দেয় পশ্চিমবঙ্গের সিআইডি।

৫ আগস্টের পর এ মামলা নিয়ে দুদেশের তদন্ত সংস্থার তৎপরতা এক প্রকার বন্ধ। ডিএনএ রিপোর্ট দেশে এনে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরের উদ্যোগ নেয়নি বাংলাদেশের পুলিশ। গ্রেফতার ৭ আসামির ৬ জন আদালতে জবানবন্দি দিলেও ৯ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ।

সবুজদেশ/এসএএস

Tag :

আনার হত্যার এক বছর, অগ্রগতি নেই মামলার তদন্তে

Update Time : ১২:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

কলকাতায় সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার এক বছর আজ। ৫ আগস্ট সরকার পতনের পর থমকে গেছে মামলার তদন্ত। নয় মাস ধরে নেই কোনো অগ্রগতি। আনারের দেহাবশেষের সঙ্গে মেয়ের ডিএনএ মিলে গেলেও সেই রিপোর্ট আনতে এখনও পশ্চিমবঙ্গ সিআইডির সঙ্গে যোগাযোগ করেনি ডিএমপি।

ভারতে ৮৭ দিনে মামলার অভিযোগপত্র জমা পড়লেও দেশের আদালতে প্রতিবেদন জমা দিতে ৯ বার পেছানো হয়েছে সময়। অপরাধ বিশ্লেষক বলছেন, দ্রুত নিষ্পত্তি না করে উল্টো মামলাটি ড্রিপ ফ্রিজে পাঠানো দুঃখজনক।

গত বছরের ১২ মে ভারতের কলকাতায় যান ঝিনাইদহের তখনকার এমপি আনোয়ারুল আজিম। এরপর ১৩মে থেকে নিখোঁজ হন তিনি। এ নিয়ে তোলপাড় শুরু হয় দুই দেশেই।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ভিন্ন দুটি রাষ্ট্রের মধ্যে অপরাধটি সংঘঠিত হয়েছে। সেক্ষেত্রে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে কিছুটা সময় লাগছে, সেটাই স্বাভাবিক। তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে যাচাই-বাছাই করে পুলিশি প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’

আইনজীবীরা বলছেন, এমন চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তি করতে না পারলে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ্ বলেন, ‘আমার মনে হয় তদন্ত কর্মকর্তাকে আরও সতর্ক থাকতে হবে। এবং পাবলিক প্রসিকিউটর কেবল মামলা পরিচালনা করবেন না। তিনি তদন্ত কাজেরও গুরুত্বপূর্ণ ব্যক্তি। আশাকরি দ্রুত তদন্ত কাজ শেষ করে আদালতে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন সংশ্লিষ্টরা।’

আনার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করে অন্তর্বর্তী সরকারকে উদাহরণ তৈরির তাগিদ অপরাধ বিশ্লেষকের।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘এ হত্যাকাণ্ড কিন্তু যারা আগামী দিনে সংসদ সদস্য হতে চান বা জনপ্রতিনিধি হতে চান তাদের জন্য একটা শিক্ষা। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অনেক কিছু বোঝার আছে। একই সঙ্গে আমাদের দেশের নাগরিকদের দেশের ভেতর এবং দেশের বাইরে নিরাপত্তা দেয়া এবং তাকে অপরাধ মুক্ত রাখার প্রেক্ষাপট তৈরিতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’

এ ঘটনায় ৯ জন গ্রেফতার হলেও হোতা শাহীন এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যার পর যুক্তরাষ্ট্রে পালিয়েছে বলে ধারণা পুলিশের।

তদন্তে নেমে যশোর অঞ্চলের চরমপন্থি নেতা আমানুল্লাহ ও তার ভাতিজা তানভীর এবং খুনের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহিনের বান্ধবী সেলেস্তিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু ও আরেক নেতা বাবু। খাগড়াছড়ির পাহাড় থেকে ধরা পড়ে দুই ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ। ভারত ও নেপালে গ্রেফতার হয় জিহাদ ও সিয়াম। পুলিশ জানায়, স্বর্ণ চোরাচালাল নিয়ে শাহীনের সঙ্গে দ্বন্দ্বের জেরে খুন হন আনার।

বাগজোলা খালে মেলে আনারের হাড়। সঞ্জিভা গার্ডেনের সেপটিক ট্যাংক মেলে প্রায় ৪ কেজি মাংস। উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে মিলে যায় আনারের মেয়ের ডিএনএ। হত্যার ৮৭ দিনেই মামলার অভিযোগপত্র দেয় পশ্চিমবঙ্গের সিআইডি।

৫ আগস্টের পর এ মামলা নিয়ে দুদেশের তদন্ত সংস্থার তৎপরতা এক প্রকার বন্ধ। ডিএনএ রিপোর্ট দেশে এনে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরের উদ্যোগ নেয়নি বাংলাদেশের পুলিশ। গ্রেফতার ৭ আসামির ৬ জন আদালতে জবানবন্দি দিলেও ৯ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ।

সবুজদেশ/এসএএস