এমপি কাপ ফুটবল টুর্ণামেন্ট: যশোরকে ৪-১ গোলে হারালো কালীগঞ্জ
শাহরিয়ার আলম সোহাগঃ
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি ভূষণ স্কুল মাঠে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর প্রথম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলায় প্রতিদ্বন্দিতা করে কালীগঞ্জ ফুটবল একাডেমি ও সাচ্চু ফুটবল কোচিং সেন্টার, যশোর।
রেফারি রবিউল ইসলামের বাঁশি বাজার মধ্য দিয়ে বিকেল ৪টা ১৫ মিনিটে খেলা শুরু হয়। দু’দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। সুন্দর পাচিং ফুটবল খেলে দর্শকদের মুগ্ধ করে তোলে উভয় দলের খেলোয়াড়রা। খেলার ১০ মিনিটের মাথায় বাম পাশ দিয়ে কালীগঞ্জ ফুটবল একাডেমির ৪ নং জার্সি পরিহিত কবিরের বাড়ানো বল লুফে নেয় ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় শায়েখ। বাম পা দিয়ে পোস্টে কিক করা বলে নিজেদের পায়ে লেগে বল ঢুকে যায় জালে। এগিয়ে যায় কালীগঞ্জ ফুটবল একাডেমি।
এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে সাচ্চু ক্রিকেট কোচিং সেন্টারের খেলোয়াড়রা। এরই মাঝে কালীগঞ্জে ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় রহমানের দেওয়া বল নিয়ে অপর দলের দুই খেলোয়াড়কে বোকা বানিয়ে দলের হয়ে ২য় গোলটি করেন কালীগঞ্জ ফুটবল একাদশের অধিনায়ক হাসানুজ্জামান কায়েস। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে খেলার বিরতিতে যায় কালীগঞ্জ ফুটবল একাডেমী।
এরপর খেলা শুরুর ৮ মিনিট পর কালীগঞ্জের ডিফেন্ডারদের পাশ কাটিয়ে সাচ্চু ফুটবল কোচিং সেন্টারের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় আল-আমিন দলকে গোল করে গোলের ব্যবধান কমান। এরপর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে কালীগঞ্জ ফুটবল একাডেমি। কালীগঞ্জের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় শায়েখকে ডিবক্সের বাইরে থেকে বাঁধা দেওয়া হয়। এই ফাউলের সুবাদে কালীগঞ্জ ফুটবল একাডেমির অধিনায়ক বাম পা দিয়ে ফ্রি-কিকের মাধ্যমে দৃষ্টিনন্দন গোল করে দলকে আরো এগিয়ে নেন। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে কালীগঞ্জ ফুটবল একাডেমির নাইরেজিয়ান খেলোয়াড় জুলু দলকে আরো একটি গোল করে। ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কালীগঞ্জ ফুটবল একাডেমি।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালীগঞ্জ ফুটবল একাডেমির অধিনায়ক হাসানুজ্জামান কায়েস। খেলায় অন্য দুই সহকারি রেফারি ছিলেন মারুফ হোসেন ও খোকা বাবু। খেলার ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম, রবিউল ইসলাম।
কালীগঞ্জ ফুটবল একাডেমিঃ- শাহন, আব্রাহাম, টিটন, কবির, আকাশ, রহমান, কায়েস, লাল, শায়েক, মান্নাফ রাব্বী ও জুলু।
সাচ্চু ফুটবল কোচিং সেন্টার, যশোরঃ- সুমন, আজিজুর, ইকরামুল, ইমন বাবু, ইয়াছির আরাফাত, রাজন, পারভেজ, শাকিব, আল-আমিন, শাহ আলম ও রনি।