এক শোকবার্তায় তিনি বলেছেন, “জনপ্রিয় এই নেতা আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রী প্রয়াত এই সাংসদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোস্তফা রশিদী সুজা। বেশ কিছুদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনবার জাতীয় সংসদে খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের প্রতিনিধিত্ব করেছেন আওয়ামী লীগ নেতা সুজা। এক সময় খুলনা পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন