ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটির কেন্দ্র পরিদর্শন

Reporter Name

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এক এসএসসি পরীক্ষার্থীর খাতা উধাও এর ঘটনায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি ওই কেন্দ্রটি পরিদর্শন করেছেন।

শনিবার সকাল ১০ টার দিকে তদন্ত কমিটির প্রধান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা ও সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা কেন্দ্রটি পরিদর্শন ও পরীক্ষা কক্ষের সিসিটির ফুটেজ দেখে এসেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন শিঘ্রই যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাবো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছিল এসএসসির কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা। ওই কেন্দ্রের ১ নং কক্ষে দুই কক্ষ পরিদর্শক ৪১টি খাতা নিয়ে যান। এরপর পরীক্ষা শেষে ৪০টি খাতা জমা দেন। এরপর খাতার টপশিটে লেখা রোল নম্বর মিলিয়ে দেখেন হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজা ইয়াসমিনের খাতা নেই। পরে ওই শিক্ষার্থীর সাথে কথা বলেও কোন সুরাহা হয়নি।

About Author Information
আপডেট সময় : ০৪:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
৪৬১ Time View

এসএসসি পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটির কেন্দ্র পরিদর্শন

আপডেট সময় : ০৪:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এক এসএসসি পরীক্ষার্থীর খাতা উধাও এর ঘটনায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি ওই কেন্দ্রটি পরিদর্শন করেছেন।

শনিবার সকাল ১০ টার দিকে তদন্ত কমিটির প্রধান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা ও সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা কেন্দ্রটি পরিদর্শন ও পরীক্ষা কক্ষের সিসিটির ফুটেজ দেখে এসেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন শিঘ্রই যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাবো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছিল এসএসসির কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা। ওই কেন্দ্রের ১ নং কক্ষে দুই কক্ষ পরিদর্শক ৪১টি খাতা নিয়ে যান। এরপর পরীক্ষা শেষে ৪০টি খাতা জমা দেন। এরপর খাতার টপশিটে লেখা রোল নম্বর মিলিয়ে দেখেন হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজা ইয়াসমিনের খাতা নেই। পরে ওই শিক্ষার্থীর সাথে কথা বলেও কোন সুরাহা হয়নি।