ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওসি আর্থিক অপরাধে জড়ালে ফৌজদারি মামলা করতে পারবেন- খুলনা রেঞ্জ ডিআইজি

  • রিয়ন হোসেন:
  • Update Time : ০৯:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে।

 

থানার ভারপ্রাপ্ত কমকর্তা ইনফিনানশিয়াল ক্রাইমে ( আর্থিক অপরাধ) জড়ালে সরাসরি ফৌজদারি মামলা করতে পারবেন বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ থানা চত্ত্বরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সুধী সমাবেশ বিকেল ৩ টায় শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬ টার পর শুরু হয়।

ডিআইজি বলেন, এই থানার ওসি জিডি করতে ও মামলা করতে কোন টাকা নিবেন না। শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সের ৫০০ টাকা বাধ্যতামূলক দিতে হবে। এছাড়া আর কিছু নেই। কোন অভিযোগ থাকলে তিনি তার স্টাফ অফিসারের মোবাইল নম্বরে প্রদান করার জন্য বলেন। ওসি যদি কোন অন্যায় করে তাহলে আপনি ফৌজদারি মামলা করতে পারবেন। আপনার কাছে থাকা সকল প্রমাণাদি নিয়ে সরাসারি খুলনা ডিআইজি অফিসে চলে আসবেন।

তিনি বলেন, মাদকের ব্যাপারে ওসি সাহেবকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা? ওসি জানালেন কোন ব্যবসা নাই। হাতে-টাতে করে নিয়ে আসে ওইগুলো টুকটাক করে বেঁচে। মাদক সমাজে এমনভাবে মিশে গেছে আপনার ছেলে-মেয়ে সবাই এর সাথে মিলে আছে। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব।

তিনি আরো বলেন, থানায় কেউ কোন আর্থিক লেনদেন করবেন না। কারণ থানায় কোন কাজে টাকা লাগে না। টাকা লেনদেন করলে তা পানিতে পড়বে।

এ সময় ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

ওসি আর্থিক অপরাধে জড়ালে ফৌজদারি মামলা করতে পারবেন- খুলনা রেঞ্জ ডিআইজি

Update Time : ০৯:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

 

থানার ভারপ্রাপ্ত কমকর্তা ইনফিনানশিয়াল ক্রাইমে ( আর্থিক অপরাধ) জড়ালে সরাসরি ফৌজদারি মামলা করতে পারবেন বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ থানা চত্ত্বরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সুধী সমাবেশ বিকেল ৩ টায় শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬ টার পর শুরু হয়।

ডিআইজি বলেন, এই থানার ওসি জিডি করতে ও মামলা করতে কোন টাকা নিবেন না। শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সের ৫০০ টাকা বাধ্যতামূলক দিতে হবে। এছাড়া আর কিছু নেই। কোন অভিযোগ থাকলে তিনি তার স্টাফ অফিসারের মোবাইল নম্বরে প্রদান করার জন্য বলেন। ওসি যদি কোন অন্যায় করে তাহলে আপনি ফৌজদারি মামলা করতে পারবেন। আপনার কাছে থাকা সকল প্রমাণাদি নিয়ে সরাসারি খুলনা ডিআইজি অফিসে চলে আসবেন।

তিনি বলেন, মাদকের ব্যাপারে ওসি সাহেবকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা? ওসি জানালেন কোন ব্যবসা নাই। হাতে-টাতে করে নিয়ে আসে ওইগুলো টুকটাক করে বেঁচে। মাদক সমাজে এমনভাবে মিশে গেছে আপনার ছেলে-মেয়ে সবাই এর সাথে মিলে আছে। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব।

তিনি আরো বলেন, থানায় কেউ কোন আর্থিক লেনদেন করবেন না। কারণ থানায় কোন কাজে টাকা লাগে না। টাকা লেনদেন করলে তা পানিতে পড়বে।

এ সময় ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবুজদেশ/এসএএস