ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: অমানুষগুলো মানুষ হোক

Reporter Name

রুদ্র অয়নঃ

বিবেক বুদ্ধি আবেগ সবই কি
বেচাকেনার পণ্য ;
গরীবের হক মেরে খায় যারা
ওরা বড় জঘন্য ।

জীবন বাঁচাতে উদ্বিগ্ন জনতা
ওষ্ঠাগত প্রায় প্রাণ,
এমন সময়েও লুটে খায় ওরা
গরীব জনতার ত্রাণ!

ভন্ড কিছু আবালেরা করে
সেল্ফি ছবিতে দান,
অসহায় মানুষকে হেয় করে
নিজে সাজে মহান!

মুখোশধারী কিছু মানুষ-নেতা
লেনাদেনার হিসেব কষে,
মানবতা আজ গুমরে কাঁদে
কূল হারা নদীতে বসে।

বিচারের মাঝে অবিচার চলে
জনপদ ভরে লাশে,
লাল সবুজের পতাকা কাঁদে
স্বাধীনতার সর্বনাশে ।

অনিয়ম অনাচার অবিচার
নিপাত যাবে কবে?
মানুষ নামের অনানুষগুলো
কবে মানুষ হবে?

লেখকঃ চাকুরিজীবি।

About Author Information
আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
৫৫০ Time View

কবিতা: অমানুষগুলো মানুষ হোক

আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

রুদ্র অয়নঃ

বিবেক বুদ্ধি আবেগ সবই কি
বেচাকেনার পণ্য ;
গরীবের হক মেরে খায় যারা
ওরা বড় জঘন্য ।

জীবন বাঁচাতে উদ্বিগ্ন জনতা
ওষ্ঠাগত প্রায় প্রাণ,
এমন সময়েও লুটে খায় ওরা
গরীব জনতার ত্রাণ!

ভন্ড কিছু আবালেরা করে
সেল্ফি ছবিতে দান,
অসহায় মানুষকে হেয় করে
নিজে সাজে মহান!

মুখোশধারী কিছু মানুষ-নেতা
লেনাদেনার হিসেব কষে,
মানবতা আজ গুমরে কাঁদে
কূল হারা নদীতে বসে।

বিচারের মাঝে অবিচার চলে
জনপদ ভরে লাশে,
লাল সবুজের পতাকা কাঁদে
স্বাধীনতার সর্বনাশে ।

অনিয়ম অনাচার অবিচার
নিপাত যাবে কবে?
মানুষ নামের অনানুষগুলো
কবে মানুষ হবে?

লেখকঃ চাকুরিজীবি।