ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: ‘সমীকরণ সিদ্ধ নয়’

Reporter Name

ডাঃ গোলাম রহমান ব্রাইটঃ

গভীর নিমগ্নতায় ডুবে কল্পনাতে তোমায় খুঁজি

সত্যের নির্মম নিপীড়নে আকস্মিক প্রস্থান বুঝি

শিকড় হতে উত্থিত আল্পনা বিস্ময়ের মোড়ক খুলি

নির্মম একাকিত্বের কল্পনা বিগলিত হাসিতে ভুলি।.

উজানে পালতোলা নৌকায় বৃথাই দাঁড়ানোর নেশা

অপাংক্তেয় বানের জলে ভুলে যেতে বসেছি পেশা

বিদ্রুপের হাসি ফুঁসে উঠে দাম্ভিকতা প্রকট হয়েছে

নিজেকে অচেনা মনে হয় ভগ্ন হৃদয় থমকে রয়েছে।.

বনবীথিকার বিষণ্ন মর্মরে শুকনো পাতার মতো

জড়িয়ে থাকা মায়াজালে বাঙময় হয়ে রবে কতো

উৎকট রূপ ধারণ করে অপলক তাকিয়ে থাকি

একাকিত্ব সময়ে প্রাণহীন অনেকটা পথ আছে বাকি।

খুলে দিয়ে দখিনা বাতায়ন অবাক নয়নে হারালাম

সুখ পিয়াসী মন উঠোনে দুঃস্বপ্নেই ঘুরে দাঁড়ালাম

আপন ঘরে চোরাগলির রূপ ছ’টায় উদ্ভাসিত প্রাণ

বেরিয়ে আসে হৃদয়- স্পন্দন বুক ভরা সুরভি ঘ্রাণ।

তনুর তিমিরে নির্মম ক্লেদে আজো মিথ্যে প্রদীপ জ্বালি

অনুভূতির দেয়ালে বিবর্ণ বেদনা সাদা হরফের কালি

অন্তর্জালের স্রোতে বিভ্রান্ত মনে তবু রিক্ত প্রহর কাটে

কোন সমীকরণ সিদ্ধ নয় জানি তুমি হীনা তটিনীর ঘাটে।

ফরিদপুর, জহুরনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা।

(কবিতা, ছোটগল্প, আপনার তোলা ছবি, মতামত লিখতে পারেন আমাদের। লেখা পাঠানোর সময় আপনার ছবি, পেশা ও ঠিকানা পাঠাতে হবে। লেখা পাঠাবেন sobujdeshnews@gmail.com এই ঠিকানায়)

About Author Information
আপডেট সময় : ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
৬২৭ Time View

কবিতা: ‘সমীকরণ সিদ্ধ নয়’

আপডেট সময় : ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০

ডাঃ গোলাম রহমান ব্রাইটঃ

গভীর নিমগ্নতায় ডুবে কল্পনাতে তোমায় খুঁজি

সত্যের নির্মম নিপীড়নে আকস্মিক প্রস্থান বুঝি

শিকড় হতে উত্থিত আল্পনা বিস্ময়ের মোড়ক খুলি

নির্মম একাকিত্বের কল্পনা বিগলিত হাসিতে ভুলি।.

উজানে পালতোলা নৌকায় বৃথাই দাঁড়ানোর নেশা

অপাংক্তেয় বানের জলে ভুলে যেতে বসেছি পেশা

বিদ্রুপের হাসি ফুঁসে উঠে দাম্ভিকতা প্রকট হয়েছে

নিজেকে অচেনা মনে হয় ভগ্ন হৃদয় থমকে রয়েছে।.

বনবীথিকার বিষণ্ন মর্মরে শুকনো পাতার মতো

জড়িয়ে থাকা মায়াজালে বাঙময় হয়ে রবে কতো

উৎকট রূপ ধারণ করে অপলক তাকিয়ে থাকি

একাকিত্ব সময়ে প্রাণহীন অনেকটা পথ আছে বাকি।

খুলে দিয়ে দখিনা বাতায়ন অবাক নয়নে হারালাম

সুখ পিয়াসী মন উঠোনে দুঃস্বপ্নেই ঘুরে দাঁড়ালাম

আপন ঘরে চোরাগলির রূপ ছ’টায় উদ্ভাসিত প্রাণ

বেরিয়ে আসে হৃদয়- স্পন্দন বুক ভরা সুরভি ঘ্রাণ।

তনুর তিমিরে নির্মম ক্লেদে আজো মিথ্যে প্রদীপ জ্বালি

অনুভূতির দেয়ালে বিবর্ণ বেদনা সাদা হরফের কালি

অন্তর্জালের স্রোতে বিভ্রান্ত মনে তবু রিক্ত প্রহর কাটে

কোন সমীকরণ সিদ্ধ নয় জানি তুমি হীনা তটিনীর ঘাটে।

ফরিদপুর, জহুরনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা।

(কবিতা, ছোটগল্প, আপনার তোলা ছবি, মতামত লিখতে পারেন আমাদের। লেখা পাঠানোর সময় আপনার ছবি, পেশা ও ঠিকানা পাঠাতে হবে। লেখা পাঠাবেন sobujdeshnews@gmail.com এই ঠিকানায়)