করোনা আক্রান্তদের অর্ধেক গ্রামাঞ্চলের: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি
ঢাকা:
দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের মধ্যে অর্ধেক গ্রামাঞ্চলের বাসিন্দা।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে আমরা ভার্চুয়াল বৈঠক করেছি। তারা জানিয়েছেন, বেশিরভাগ রোগী গ্রাম থেকে আসছেন এবং তারা গুরুতর অবস্থায় এসে ভর্তি হচ্ছেন।’
তিনি জানান, সংক্রমিত হওয়ার পরেও অনেককে জানেন না কোভিড-১৯ সম্পর্কে। তারা একে স্বাভাবিক ফ্লু বলে মনে করছেন।