করোনাভাইরাস রোধে জীবানুনাশক ছিটাচ্ছে কালীগঞ্জ পৌরসভা (ভিডিও)
ঝিনাইদহঃ
করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত। হাজার হাজার মানুষের প্রাণ ও হারাতে হয়েছে এই ভাইরাসের কারণে।
এই ভাইরাসের হাত থেকে পৌরবাসীকে রক্ষা করতে শহরে জীবানুনাশক স্প্রে করছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা। শনিবার দুপুর ১ টার দিকে শহরের মেইন বাস্ট্যান্ড এলাকায় স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সাংবাদিক টিপু সুলতান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম সোহাগ, মিশন আলী প্রমুখ।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, শনিবার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শহরের প্রত্যেকটি সড়কে জীবানুনাশক স্প্রে করা হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে কালীগঞ্জ পৌরবাসীর যেকোন সহযোগিতা কর্তৃপক্ষ করবে।
ভিডিও দেখুন…