করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহে বৃদ্ধার মৃত্যু, বাড়ি লকডাউন
ঝিনাইদহঃ
করোনার উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে নাসিমা বেগম (৭৫) এক বৃদ্ধা মারা গেছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর ঘটনায় জিন্নাহ মার্কেট সংলগ্ন এলাকায় একটি বাড়ি লক-ডাউন করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে প্রশাসন ও স্বাস্থ বিভাগ।
জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: আয়ুব আলী জানান, দুপুরে প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধা সদর হাসপাতালে ভর্তি হয়। তার হার্টেও সমস্যা ছিল। এরপর বিকালে সে মারা যায়। যেহেতু করোনার কিছু উপসর্গ রয়েছে এবং বর্তমান সময়টাও ভালো না তাই প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর’এ পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এই বৃদ্ধার প্রায় এক মাস আগে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এরপর বেশকিছু দিন ভালো থাকার পর গতকাল থেকে পুনরায় প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন।