ছবি: আইএসপিআর

সবুজদেশ ডেস্কঃ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে করোনাভাইরাসের টিকা নিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি টিকা নেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য টিকা নেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিকা নেওয়ার পর জেনারেল আজিজ গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নিতে বলেন।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরুর দিন থেকেই দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হয়।

আইএসপিআর জানায়, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬টি টিকাদান কেন্দ্রে ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ অন্যান্য বেসামরিক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here