ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার তারকা ফুটবলার

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার এজেকুয়েল গ্যারায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি লা লিগায় ভ্যালেন্সিয়ার হয়ে খেলেন। এই প্রথম স্প্যানিশ সেরা ফুটবল লিগের কোনো খেলোয়াড় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন।

রোববার ভ্যালেন্সিয়া জানায়, এজেকুয়েলসহ ক্লাবটির মোট পাঁচ ফুটবলার ও স্টাফের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ হয়েছে।

তবে ক্লাবটি বলেছে, সংক্রমিত সবাই সুস্থ আছেন। তারা হোম কোয়ারেন্টাইনে আছেন। অন্যদের থেকে নিজেদের আলাদা করে রেখেছেন।

ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষের আশা-সংহতি, দায়িত্ববোধ ও দৃঢ় মনোবলের মাধ্যমে এ মহামারীকে পরাভূত করবেন তারা। এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সংশ্লিষ্টরা।

এদিকে সোশ্যাল মিডিয়া ইনস্টগ্রামে ৩৩ বছর বয়সী এজেকুয়েল লিখেছেন, আমি ভালো আছি। আমাকে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা মেনে চলতে হবে। অন্যদের থেকে আলাদা থাকতে হবে।

কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়। এর পর সব অনুশীলন বাতিল করে দেয় ক্লাবটি। পাশাপাশি সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখেন তারা।

পরিপ্রেক্ষিতে গেল বৃহস্পতিবার পরবর্তী দুই সপ্তাহ লিগের খেলা স্থগিত করে লা লিগা ম্যানেজমেন্ট।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর মারণঘাতী করোনার ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্পেনে। ইতিমধ্যে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

তথ্যসূত্র:দ্য গার্ডিয়ান,দ্য সান।

About Author Information
আপডেট সময় : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
২৯৯ Time View

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার তারকা ফুটবলার

আপডেট সময় : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

সবুজদেশ ডেস্কঃ

আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার এজেকুয়েল গ্যারায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি লা লিগায় ভ্যালেন্সিয়ার হয়ে খেলেন। এই প্রথম স্প্যানিশ সেরা ফুটবল লিগের কোনো খেলোয়াড় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন।

রোববার ভ্যালেন্সিয়া জানায়, এজেকুয়েলসহ ক্লাবটির মোট পাঁচ ফুটবলার ও স্টাফের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ হয়েছে।

তবে ক্লাবটি বলেছে, সংক্রমিত সবাই সুস্থ আছেন। তারা হোম কোয়ারেন্টাইনে আছেন। অন্যদের থেকে নিজেদের আলাদা করে রেখেছেন।

ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষের আশা-সংহতি, দায়িত্ববোধ ও দৃঢ় মনোবলের মাধ্যমে এ মহামারীকে পরাভূত করবেন তারা। এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সংশ্লিষ্টরা।

এদিকে সোশ্যাল মিডিয়া ইনস্টগ্রামে ৩৩ বছর বয়সী এজেকুয়েল লিখেছেন, আমি ভালো আছি। আমাকে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা মেনে চলতে হবে। অন্যদের থেকে আলাদা থাকতে হবে।

কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়। এর পর সব অনুশীলন বাতিল করে দেয় ক্লাবটি। পাশাপাশি সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখেন তারা।

পরিপ্রেক্ষিতে গেল বৃহস্পতিবার পরবর্তী দুই সপ্তাহ লিগের খেলা স্থগিত করে লা লিগা ম্যানেজমেন্ট।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর মারণঘাতী করোনার ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্পেনে। ইতিমধ্যে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

তথ্যসূত্র:দ্য গার্ডিয়ান,দ্য সান।