ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে।

ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি:

করোনায় বাবার মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ পর মারা গেলেন ছেলেও। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায়। 

বাবা ও ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে ওই পরিবারের আত্মীয় শিউলি রহমান জানান, গত ৩ জুলাই আবদুল আজিজ শেখ ও তার স্ত্রী আলেয়া বেগম (৭৫) করোনা শনাক্ত হয়। ওই দিনই দুজন কুষ্টিয়া করোনা হাসপাতালে ভর্তি হন। 

এর আগের দিন তাদের ছেলে মতিয়ার রহমান হৃদ্‌রোগের সমস্যা নিয়ে শহরের তোফাজ্জেল হেলথ ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। দুজনের লাশই সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্র জানায়, আবদুল আজিজ ও তার স্ত্রী আলেয়া বেগম করোনা ১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাদের দুজনের শরীরেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। এরপর আজ বেলা সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজিজ মারা যান। তার স্ত্রীর আলেয়ার এখনও চিকিৎসা চলছে।

তোফাজ্জেল হেলথ ক্লিনিকের স্বত্বাধিকারী চিকিৎসক আমিনুল হক বলেন, মতিয়ার রহমান হার্টের সমস্যা নিয়ে এখানে ভর্তি ছিলেন। বাবার মৃত্যুর খবর শোনার পরপরই তার কার্ডিয়াক অ্যাটাক হয়। এরপর বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। 

এদিকে একই সঙ্গে বাবা ও ছেলের মৃত্যুতে আত্মীয়-স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

করোনায় বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

Update Time : ০১:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি:

করোনায় বাবার মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ পর মারা গেলেন ছেলেও। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায়। 

বাবা ও ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে ওই পরিবারের আত্মীয় শিউলি রহমান জানান, গত ৩ জুলাই আবদুল আজিজ শেখ ও তার স্ত্রী আলেয়া বেগম (৭৫) করোনা শনাক্ত হয়। ওই দিনই দুজন কুষ্টিয়া করোনা হাসপাতালে ভর্তি হন। 

এর আগের দিন তাদের ছেলে মতিয়ার রহমান হৃদ্‌রোগের সমস্যা নিয়ে শহরের তোফাজ্জেল হেলথ ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। দুজনের লাশই সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্র জানায়, আবদুল আজিজ ও তার স্ত্রী আলেয়া বেগম করোনা ১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাদের দুজনের শরীরেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। এরপর আজ বেলা সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজিজ মারা যান। তার স্ত্রীর আলেয়ার এখনও চিকিৎসা চলছে।

তোফাজ্জেল হেলথ ক্লিনিকের স্বত্বাধিকারী চিকিৎসক আমিনুল হক বলেন, মতিয়ার রহমান হার্টের সমস্যা নিয়ে এখানে ভর্তি ছিলেন। বাবার মৃত্যুর খবর শোনার পরপরই তার কার্ডিয়াক অ্যাটাক হয়। এরপর বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। 

এদিকে একই সঙ্গে বাবা ও ছেলের মৃত্যুতে আত্মীয়-স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।