করোনায় মৃত্যুতে ফের ঢাকাকে ছাড়াল খুলনা
সবুজদেশ রিপোর্ট:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। এই সময়ে শুধু খুলনা বিভাগে সর্বোচ্চসংখ্যক ৬৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঢাকায় মারা গেছেন ৫৬ জন। এর মধ্য দিয়ে আবারও মৃত্যুর দিক থেকে ঢাকাকে ছাড়িয়ে গেল খুলনা বিভাগ।
রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশের আটটি বিভাগের মধ্যে মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৬ জন, ঢাকা বিভাগ ৫৬ জনের মৃত্যু হয়। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ২৬ জন, বরিশালে আটজন, সিলেটে আটজন, রংপুরে ২২ জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে।
দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। রোববার (১১ জুলাই) পর্যন্ত করোনায় মোট মৃত ১৬ হাজার ৪১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চসংখ্যক আট হাজার ১৪৯ জন (৪৯ দশমিক ৪২ শতাংশ), চট্টগ্রাম বিভাগে তিন হাজার (১৮ দশমিক ২৭ শতাংশ), রাজশাহীতে এক হাজার ২৪৭ (সাত দশমিক ৫৯ শতাংশ), খুলনা বিভাগে এক হাজার ৮৫৪ (১১ দশমিক ২৯ শতাংশ), বরিশাল বিভাগে ৪৮৭ (দুই দশমিক ৯৭ শতাংশ), সিলেট বিভাগে ৫৮৪ (তিন দশমিক ৫৬ শতাংশ), রংপুর বিভাগে ৭৫২ (চার দশমিক ৫৮ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৩৮০ জনের (দুই দশমিক ৩১ শতাংশ) মৃত্যু হয়।