ইবিঃ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা ও আবাসিক হল বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা ভাইরাস জনিত কারনেই আগামী ১৮মার্চ হতে ৩১মার্চ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষনা করেন করা হয়। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ১৮ মার্চ হতে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এজন্য ১৮মার্চ সকাল ১১টার মধ্যে আবাসিক হলের সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। আগামী ১এপ্রিল যথারীতি ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে আবাসিক হল বন্ধ থাকলেও অফিসিয়াল কার্যক্রম যথা নিয়মেই চলবে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস জনিত কারনেই আজ মন্ত্রী পরিষদের বৈঠকে সিন্ধান্তে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১এপ্রিল যথারীতি ক্যাম্পাসের সকল কার্যক্রম চালু হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here