করোনা উপসর্গ নিয়ে খুমেকে আরও এক বৃদ্ধের মৃত্যু
খুলনা প্রতিনিধিঃ
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাস উপসরর্গ নিয়ে কবীর আহম্মেদ (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে আইসোলেশন ওয়ার্ডে শ্বাস কষ্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। তার গ্রামের বাড়ী বাগেরহাট মংলা উপজেলায়। এনিয়ে আজ দুই জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মংলা উপজেলার অধিবাসী কবীর আহম্মেদ (৭০) এক রোগী প্রচন্ড শ্বাস কষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে আজ দুপুর সোয়া ২টায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরী বিভাগে আসে। সেখান থেকে কবীর আহম্মেদকে দ্রæত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুুপুর ২টা ৫০ মিনিটে তিনি মারা যান। মৃত কবীর আহম্মেদের নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে ।
ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস আরো জানান, সোমবার (০৪ মে) রাত সাড়ে ১২টার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো. আনসার নাম একজন রোগী ভর্তি হন। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদরে। মৃত আনসারের নমুনাও সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।