ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরৎ যুবক সাতক্ষীরা মেডিকেলে

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সর্দি, কাশি, জ্বর নিয়ে মালয়েশিয়া ফেরত এক যুবক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকাল ১১ টার দিকে অসুস্থ অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরে তাকে আইসোলেশান ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওই যুবক সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার জানান, মালয়েশিয়া ফেরত এই যুবক বৃহস্পতিবার থেকে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। তবে শ্বাসকষ্ট কম আছে। রোগীর নমুনা সংগ্রহ করে আইইসিডিআরকে পাঠানো হবে।

সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা গেছে, সোমবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে সাতক্ষীরায় ফিরে আসা সোমবার ৩০৫১ জনকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছে। এরমধ্যে ১০৩০ জনকে হোম করেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জয়ন্ত কুমার সরকার বলেন, সর্দি, কাশি ও জ্বর নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া যুবক দেড় মাস আগে মালয়েশিয়া থেকে সাতক্ষীরায় ফিরেছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না।

About Author Information
আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
৩১৮ Time View

করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরৎ যুবক সাতক্ষীরা মেডিকেলে

আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সর্দি, কাশি, জ্বর নিয়ে মালয়েশিয়া ফেরত এক যুবক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকাল ১১ টার দিকে অসুস্থ অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরে তাকে আইসোলেশান ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওই যুবক সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার জানান, মালয়েশিয়া ফেরত এই যুবক বৃহস্পতিবার থেকে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। তবে শ্বাসকষ্ট কম আছে। রোগীর নমুনা সংগ্রহ করে আইইসিডিআরকে পাঠানো হবে।

সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা গেছে, সোমবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে সাতক্ষীরায় ফিরে আসা সোমবার ৩০৫১ জনকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছে। এরমধ্যে ১০৩০ জনকে হোম করেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জয়ন্ত কুমার সরকার বলেন, সর্দি, কাশি ও জ্বর নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া যুবক দেড় মাস আগে মালয়েশিয়া থেকে সাতক্ষীরায় ফিরেছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না।