করোনা: কালীগঞ্জে মৃত ব্যক্তির দাফন করতে খাটিয়া দান
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে খাটিয়ার অভাবে লাশ মাটিতে রেখে আর কোনো করোনা উপসর্গে মৃত ব্যক্তির জানাযা ও দাফন সম্পন্ন করতে হবে না। করোনা উপসর্গ নিয়ে মৃত ইসরাইল লস্কারের জানাজার জন্য গ্রাম বাসি খাটিয়া না দেয়ার খবর সোসাল মিডিয়া সহ গনমাধ্যমে প্রচার হয়।
হৃদয়বিদারক এ ঘটনার পর কালীগঞ্জের কামরুজ্জামান তোতা, নিয়ামতউল্লা ও জাহিদ হাসান সোমবার একটি খাটিয়া তৈরী করে দিলেন এবং স্প্রে মেশিন দিলেন।
সোমবার বিকেলে মৃতের দাফন সম্পন্ন করার দায়িত্ব নেয়া একদল তরুন স্বেচ্ছাসেবী আলেমদের কাছে এ খাটিয়া হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্চাসেবী টিমের প্রধান মাওলানা রুহুল আমিন।
মাওলানা রুহুল আমিন জানান, গত শনিবার রাতে করোনা উপসর্গ নিয়ে কালীগঞ্জে এক ব্যক্তি মারা যায়। রোববার মৃতের দাফন সম্পন্ন করতে এলাকাবাসি মসজিদের খাটিয়া ব্যবহার করতে দেয় নি। ফলে ওই ব্যক্তির মরদেহ মাটিতে রেখেই জানাযা ও দাফন সম্পন্ন করা হয়। এই সংবাদ গনমাধ্যমে প্রকাশিত হলে এই তিনজনের নজরে আসে। আগামীতে আর যাতে কারও লাশ দাফন নিয়ে এমন বিব্রত পরিস্থিতিতে না পড়তে হয় সেই জন্য তিনি খাটিয়াটি দান করেছেন।