করোনা: ঢাকা ফেরত একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জন আইসোলেশনে
বাগেরহাট প্রতিনিধিঃ
লকডাউনের পর করোনা উপসর্গ নিয়ে রাজধানী ঢাকা থেকে পুলিশের চোখ ফাকি দিয়ে এম্বুলেন্সে করে পালিয়ে বাগেরহাটে আসা একই পরিবারের পাঁচজনসহ ৬জনকে সদর হাসপাতালের আইসোলেশনেনেয়া হয়েছে।
বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাড়ীতে আশ্রয় নেয়া নারী-শিশুসহ এই পরিবারটির সকল সদস্যের শরীরে উচ্চমাত্রার জ¦রসহ করোনার উপসর্গ থাকায় তাদের শনিবার দুপুরে সদর হাসপাতারের আইসোলেশনে নেয়া হয়েছে। একই সাথে হাসপাতালে ভর্তি থাকা বসন্ত পাল (৭০) নামে একবৃদ্ধকেও আইসোলেশনে নেয়া হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি একই পরিবারের পাঁচ সদস্যরা হলেন, বাবুল খান (৪৮), রেজাউল খান (৪৫), মনজিল বেগম (৩৫), তানজিলা বেগম (২৫) ও শিশু তামিম (৫)। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লকডাউনের পর রাজধানী ঢাকা থেকে পালিয়ে বাগেরহাট গ্রামের বাড়ীতে আসা একই পরিবারের ৫ জনসহ ৬ জনকে আজ শনিবার দুপুরে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। তাদের প্রত্যেতের শরীরে জ¦র, সর্দি, কাসিসহ করোনার উপসর্গ রয়েছে। এরমধ্যে বাবুল খানের জন্ডিসের লক্ষনও রয়েছে।
আইসোলেশনে থাকা ৬ জনের শরীর থেকে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।