করোনা: দাফনের জন্য কালীগঞ্জ পৌরসভাকে পিপিই দিল সবুজ দেশ নিউজ
বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও অনেকে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস অতিমাত্রার ছোঁয়াছে হওয়ায় আক্রান্ত ব্যক্তির কাছে কেউ যেতে পারে না।
আইইডিসিআরের শুক্রবার দুপুরের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ৪২৪ জন এ ভাইরাসে আক্রান্ত।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন ও কাফনের ব্যবস্থা করা ব্যক্তিদের সুরক্ষার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাকে পার্সোনাল প্রটেকশান ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে দক্ষিণবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল সবুজদেশ নিউজ ডটকম।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের কাছে ৫ সেট পিপিই ও মাস্ক প্রদান করেন পিপিই ও মাস্ক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েল সার্জিক্যালের ব্যবস্থাপনা পরিচালক ও সবুজদেশ নিউজ ডটকমের প্রধান পৃষ্ঠপোষক বি. এম সাইদুজ্জামান সবুজ। এসময় উপস্থিত ছিলেন সবুজদেশ নিউজ ডটকমের সহকারী বার্তা প্রধান মিশন আলী প্রমুখ।
পিপিই ও মাস্ক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েল সার্জিক্যালের ব্যবস্থাপনা পরিচালক ও সবুজদেশ নিউজ ডটকমের প্রধান পৃষ্ঠপোষক বি. এম সাইদুজ্জামান সবুজ বলেন, কালীগঞ্জ পৌরসভার মধ্যে কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার দাফন ও কাফনের ব্যবস্থা করা ব্যক্তিদের সুরক্ষার জন্য পিপিই ও মাস্ক প্রদান করা হয়। প্রয়োজন হলে আরো সরবরাহ করা হবে।