করোনা: পতিতা পল্লীতে দেয়া হচ্ছে এক মাসের খাবার
বাগেরহাট প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রামন রোধে বন্ধ হওয়া বাগেরহাট পতিতা পল্লীতে দেয়া হচ্ছে ১ মাসের খাবার। সোমবার সকালে এই খাবার বিতরণ শুরু হবে। ইতিমধ্যে খাবার প্রস্তুত করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।
সরদার নাসির উদ্দীন জানান, করোনাভাইরাসের সংক্রামন রোধে বিভিন্ন পদক্ষেপের মত বাগেরহাট জেলা শহরে অবস্থিত পতিতা পল্লীটি বন্ধ ঘোষনা করা হয়। সেখানে থাকা ৫০ জন পতিতাকে এক মাসের খাবার দেয়া হচ্ছে।
ইতিমধ্যে তাদের প্রত্যেকের জন্য একটি আলাদা বস্তা তৈরি করা হয়েছে। প্রতি বস্তায় থাকছে ২০ কেজি চাল, কেজি আলু, ১ কেজি ডাল ও একলিটার তেল।
তিনি বলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যাক্তি এখানে সহায়তা করেছেন। প্রয়োজনে খাবার প্রদান অব্যহত থাকবে বলে তিনি জানান।