ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরীক্ষাগার স্থাপনসহ ৩ দফা দাবিতে যশোরে মানববন্ধন

Reporter Name

যশোর প্রতিনিধিঃ

যশোরে করোনা ভাইরাস শনাক্ত করার জন্য পরীক্ষাগার ও জরুরিভিত্তিতে যশোর মেডিকেল কলেজে আইসিইউ স্থাপন করাসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটি মানববন্ধন করেছে। (১১ এপ্রিল) শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে ৫ সংগঠনের ১০ জন প্রতিনিধি ২০ মিনিটের এই মানববন্ধনে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, সীমান্তবর্তী শহর ও বেনাপোল স্থল বন্দরের পাশের শহর যশোরে প্রতিদিন অসংখ্য রোগী এখন দেশে ফিরছেন। সে কারনে যশোরে সংক্রমণ হওয়ার ঝুকি থাকছে। তাই রোগ শনাক্ত ও সু-চিকিৎসার জন্য যশোরে করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষাগার ও আইসিইউ অতি গুরুত্বপূর্ণ জরুরি।

মানবন্ধন থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে করোনা ভাইরাসের পরীক্ষাগার স্থাপন, ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন ব্যবস্থা ও আইসিইউ স্থাপনসহ দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তায় রেশনিং প্রথা চালুর দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সেক্রেটারি তসলিম উর রহমান, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদের জেলা নেতা আবুল কালাম আজাদ ও বাসদ (মার্কসবাদীর) গোলাম মোস্তফা প্রমুখ।

About Author Information
আপডেট সময় : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
৩৭৪ Time View

করোনা পরীক্ষাগার স্থাপনসহ ৩ দফা দাবিতে যশোরে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

যশোর প্রতিনিধিঃ

যশোরে করোনা ভাইরাস শনাক্ত করার জন্য পরীক্ষাগার ও জরুরিভিত্তিতে যশোর মেডিকেল কলেজে আইসিইউ স্থাপন করাসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটি মানববন্ধন করেছে। (১১ এপ্রিল) শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে ৫ সংগঠনের ১০ জন প্রতিনিধি ২০ মিনিটের এই মানববন্ধনে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, সীমান্তবর্তী শহর ও বেনাপোল স্থল বন্দরের পাশের শহর যশোরে প্রতিদিন অসংখ্য রোগী এখন দেশে ফিরছেন। সে কারনে যশোরে সংক্রমণ হওয়ার ঝুকি থাকছে। তাই রোগ শনাক্ত ও সু-চিকিৎসার জন্য যশোরে করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষাগার ও আইসিইউ অতি গুরুত্বপূর্ণ জরুরি।

মানবন্ধন থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে করোনা ভাইরাসের পরীক্ষাগার স্থাপন, ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন ব্যবস্থা ও আইসিইউ স্থাপনসহ দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তায় রেশনিং প্রথা চালুর দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সেক্রেটারি তসলিম উর রহমান, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদের জেলা নেতা আবুল কালাম আজাদ ও বাসদ (মার্কসবাদীর) গোলাম মোস্তফা প্রমুখ।