ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে ওষুধ আবিষ্কারঃ চীনে পরীক্ষামূলকভাবে প্রয়োগ

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধক এখনও পর্যন্ত তৈরি হয়নি। তবে, সুইজারল্যান্ডের রোচে হোল্ডিং এজি  নামক সংস্থা জানাচ্ছে, তাদের তৈরি করা নতুন ওষুধ নাকি করোনা প্রতিরোধ করতে পারবে। যে সব করোনা আক্রান্ত রোগীর ফুসফুসে গভীর ক্ষত এবং ইন্টারলিউকিন ৬ প্রোটিনের ভারসাম্য হারাচ্ছে সে সব ক্ষেত্রে রোচের এই ওষুধ অত্যন্ত কার্যকরী বলে দাবি সুইজারল্যান্ডের সংস্থাটির।

যদিও রোচের এই ওষুধ এখনও সরকারি স্বীকৃতি দেয়নি চীন তবুও অ্যাকট্রেমা নামে ওই ওষুধ করোনা ভাইরাস আক্রান্তদের প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। এই ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে চাইছে চিনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রিশন। রোচের দাবি, ইন্টারলিউকিন ৬ সংক্রান্ত উপসর্গে অ্যাকট্রেমা দারুণ কাজ করবে। গত ১০ ফেব্রুয়ারি  থেকে মে মাসের ১০ তারিখ পর্যন্ত ১৮৮ জন করোনা আক্রান্ত রোগীর উপর পরীক্ষামূলকভাবে অ্যাকট্রেমা প্রয়োগ করছেন চীনা গবেষকরা। ওষুধটির প্রতিক্রিয়া নিয়ে এখনো মুখ খোলেননি তাঁরা।

সুইজারল্যান্ডের সংস্থাটি সোমবার জানিয়েছে, শুধুমাত্র চীনেই ২০ লক্ষ ডলার অ্যাকট্রেমা বিক্রি করেছে। জানুয়ারি মাসে অ্যাকট্রেমা বিক্রি করে প্রচুর মুনাফা করেছে বলে দাবি সংস্থাটির। অন্যদিকে, বায়ো-থেরা সলিউশন, ঝিজিয়াং হিসুন ফারমাকিউটিক্যালের মতো চীনা সংস্থাগুলি অ্যাকট্রেমা নকল করে বিকল্প ওষুধ তৈরির দৌড়ে নেমে পড়েছে।

সূত্রঃ Zee News

About Author Information
আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
৬৫০ Time View

করোনা প্রতিরোধে ওষুধ আবিষ্কারঃ চীনে পরীক্ষামূলকভাবে প্রয়োগ

আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০

সবুজদেশ ডেস্কঃ

নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধক এখনও পর্যন্ত তৈরি হয়নি। তবে, সুইজারল্যান্ডের রোচে হোল্ডিং এজি  নামক সংস্থা জানাচ্ছে, তাদের তৈরি করা নতুন ওষুধ নাকি করোনা প্রতিরোধ করতে পারবে। যে সব করোনা আক্রান্ত রোগীর ফুসফুসে গভীর ক্ষত এবং ইন্টারলিউকিন ৬ প্রোটিনের ভারসাম্য হারাচ্ছে সে সব ক্ষেত্রে রোচের এই ওষুধ অত্যন্ত কার্যকরী বলে দাবি সুইজারল্যান্ডের সংস্থাটির।

যদিও রোচের এই ওষুধ এখনও সরকারি স্বীকৃতি দেয়নি চীন তবুও অ্যাকট্রেমা নামে ওই ওষুধ করোনা ভাইরাস আক্রান্তদের প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। এই ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে চাইছে চিনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রিশন। রোচের দাবি, ইন্টারলিউকিন ৬ সংক্রান্ত উপসর্গে অ্যাকট্রেমা দারুণ কাজ করবে। গত ১০ ফেব্রুয়ারি  থেকে মে মাসের ১০ তারিখ পর্যন্ত ১৮৮ জন করোনা আক্রান্ত রোগীর উপর পরীক্ষামূলকভাবে অ্যাকট্রেমা প্রয়োগ করছেন চীনা গবেষকরা। ওষুধটির প্রতিক্রিয়া নিয়ে এখনো মুখ খোলেননি তাঁরা।

সুইজারল্যান্ডের সংস্থাটি সোমবার জানিয়েছে, শুধুমাত্র চীনেই ২০ লক্ষ ডলার অ্যাকট্রেমা বিক্রি করেছে। জানুয়ারি মাসে অ্যাকট্রেমা বিক্রি করে প্রচুর মুনাফা করেছে বলে দাবি সংস্থাটির। অন্যদিকে, বায়ো-থেরা সলিউশন, ঝিজিয়াং হিসুন ফারমাকিউটিক্যালের মতো চীনা সংস্থাগুলি অ্যাকট্রেমা নকল করে বিকল্প ওষুধ তৈরির দৌড়ে নেমে পড়েছে।

সূত্রঃ Zee News