ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে বেনাপোলে ১৪ দিনে ১০ হাজার ৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা

Reporter Name

ফাইল ফটো

যশোর প্রতিনিধিঃ

চীন থেকে উৎপত্তি করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ভারত থেকে আগত সকল দেশের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।সেই লক্ষে গত ১৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই ১৪ দিনে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্যকর্মীরা ১০ হাজার ৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তবে কারো শরীরে ভাইরাস ধরা পড়েনি।

বিভিন্ন জাতীয় গণমাধ্যম সূত্রে জানাগেছে, গত ১৫ জানুয়ারি চীনে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। বর্তমানে ১৪টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এ পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এদিকে ভাইরাসটি ভারতে ছড়িয়ে পড়ায় সাধারণ যাত্রীরা অনেকে ভারত ভ্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি কাজ ছাড়া কেউ ভারতে যাচ্ছেন না। ভাইরাস প্রতিরোধে ইমিগ্রেশনে আগাম স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রে কমর্রত মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, এ পর্যন্ত কারো শরীরে ভাইরাস পাওয়া যায়নি। দেশ, বিদেশি সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের কাস্টমস সুপারেন্টেড রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে যারা আসছেন, ভাইরাস মুক্ত রাখতে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য , ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন হয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেশি ।

About Author Information
আপডেট সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
৪৩৬ Time View

করোনা প্রতিরোধে বেনাপোলে ১৪ দিনে ১০ হাজার ৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা

আপডেট সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

যশোর প্রতিনিধিঃ

চীন থেকে উৎপত্তি করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ভারত থেকে আগত সকল দেশের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।সেই লক্ষে গত ১৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই ১৪ দিনে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্যকর্মীরা ১০ হাজার ৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তবে কারো শরীরে ভাইরাস ধরা পড়েনি।

বিভিন্ন জাতীয় গণমাধ্যম সূত্রে জানাগেছে, গত ১৫ জানুয়ারি চীনে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। বর্তমানে ১৪টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এ পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এদিকে ভাইরাসটি ভারতে ছড়িয়ে পড়ায় সাধারণ যাত্রীরা অনেকে ভারত ভ্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি কাজ ছাড়া কেউ ভারতে যাচ্ছেন না। ভাইরাস প্রতিরোধে ইমিগ্রেশনে আগাম স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রে কমর্রত মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, এ পর্যন্ত কারো শরীরে ভাইরাস পাওয়া যায়নি। দেশ, বিদেশি সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের কাস্টমস সুপারেন্টেড রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে যারা আসছেন, ভাইরাস মুক্ত রাখতে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য , ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন হয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেশি ।