করোনা: যশোরের সব আঞ্চলিক পত্রিকা বন্ধ ঘোষণা
যশোরঃ
করোনাভাইরাস সংকটে যশোরে সব আঞ্চলিক পত্রিকা আগামি ৩১ মার্চ পর্যন্ত প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে যশোর সংবাদপত্র পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যশোর থেকে অন্তত ১২টি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়।
এরমধ্যে গ্রামের কাগজ, লোকসমাজ, স্পন্দন, সমাজের কথা, প্রতিদিনের কথা, দৈনিক যশোর, প্রজন্মের ভাবনা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকা রঙিন প্রকাশিত হয়। পাঠকরা পত্রিকা হাতে না পেলেও অনেকেই অনলাইন ভার্সন সচল রাখবেন পাঠকের কাছে খবর পৌঁছে দিতে।
দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচআর তুহিন জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় যশোর সংবাদপত্র পরিষদের আগামি ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য পাঠকদের সাময়িক অসুবিধা হবে। অনেক পত্রিকা অনলাইন ভার্সনে পাঠকের চাহিদা পূরণ করবে।