করোনা: যশোরে কোয়ারেন্টাইন না মানায় যুবকের দন্ড
যশোর প্রতিনিধিঃ
যশোরে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় বিদেশফেরত এক ব্যক্তিকে (৩২) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে একটি ঘরে ১৪ দিন বিশেষ পর্যবেক্ষণে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় যশোর শহরতলীর ধর্মতলা এলাকায় এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, ধর্মতলা এলাকার ওই ব্যক্তি গত ১৫ মার্চ মালয়েশিয়া থেকে ফেরেন। স্বাস্থ্য বিভাগ তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়। কিন্তু আজ জোহরের নামাজ আদায়ের জন্য তিনি স্থানীয় একটি মসজিদে যান। ওইসময় স্থানীয় লোকজন তাকে বাড়িতে আটকে রেখে প্রশাসনকে খবর দেন।
তিনি আরো জানান, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মসজিদে নামাজ আদায়ে যাওয়া যাবে না- বিষয়টি তার জানা ছিল না। এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করায় তাকে ৫০০ টাকা জরিমানা এবং চূড়ান্ত সতর্ক করা হয়। একইসঙ্গে তাকে একটি কক্ষে আবদ্ধ রেখে তার পরিবারের সদস্যদের খাবার প্রদানের নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়।