খুলনা প্রতিনিধিঃ

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মত সুন্দরবনেও সব পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান আজ বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জাানিয়েছেন।

তিনি জানান, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সব ইকোটুরিজম স্পটে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে বুধবার (১৮ মার্চ) পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here