ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা স্বাভাবিক না হলে গুচ্ছ ভর্তি পরীক্ষা নয়, শিগগরই নতুন সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে।

করোনা স্বাভাবিক না হলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না। - ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান।

তিনি বলেন, ‘গুচ্ছ পরীক্ষা নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই আমাদের। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। খুব শিগগিরই সবাইকে নিয়ে একটি অনলাইন মিটিং ডাকা হবে। তখন কোনো সিদ্ধান্ত এলে জানিয়ে দেয়া হবে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আমরা খুব শিগগিরই অনলাইনে একটি মিটিং ডাকবো এবং সকল সিদ্ধান্ত মিটিংয়ের উপর ভিত্তি করেই নেয়া হবে। তাছাড়া আমাদের প্রাথমিক আবেদন শেষ হয়েছে সিলেকশন রেজাল্ট প্রক্রিয়াধীন রয়েছে।

কবে নাগাদ সিলেকশনের ফলাফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা তো প্রক্রিয়াধীন রয়েছে। আর আমরা মিটিংয়ের আগে কিছু জানাতে পারছি না।

উল্লেখ্য, দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত ১৯ জুন থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়া কথা থাকলেও, গত ১১ জুন তা স্থগিত করা হয়।

সূত্র : ইউএনবি

Tag :

কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়

করোনা স্বাভাবিক না হলে গুচ্ছ ভর্তি পরীক্ষা নয়, শিগগরই নতুন সিদ্ধান্ত

Update Time : ০৬:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

সবুজদেশ ডেস্কঃ

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান।

তিনি বলেন, ‘গুচ্ছ পরীক্ষা নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই আমাদের। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। খুব শিগগিরই সবাইকে নিয়ে একটি অনলাইন মিটিং ডাকা হবে। তখন কোনো সিদ্ধান্ত এলে জানিয়ে দেয়া হবে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আমরা খুব শিগগিরই অনলাইনে একটি মিটিং ডাকবো এবং সকল সিদ্ধান্ত মিটিংয়ের উপর ভিত্তি করেই নেয়া হবে। তাছাড়া আমাদের প্রাথমিক আবেদন শেষ হয়েছে সিলেকশন রেজাল্ট প্রক্রিয়াধীন রয়েছে।

কবে নাগাদ সিলেকশনের ফলাফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা তো প্রক্রিয়াধীন রয়েছে। আর আমরা মিটিংয়ের আগে কিছু জানাতে পারছি না।

উল্লেখ্য, দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত ১৯ জুন থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়া কথা থাকলেও, গত ১১ জুন তা স্থগিত করা হয়।

সূত্র : ইউএনবি