কর্মবিরতিতে সাতক্ষীরা পলিটেকনিক শিক্ষকরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সাতক্ষীরা প্রতিনিধিঃ
দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে সাতক্ষীরায় পলিটেকনিক কলেজ শিক্ষকরা কর্মবিরতি শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষক সমিতির ঘোষিত কর্মসূচী অনুযায়ী শিক্ষকরা এ কর্মবিরতি শুরু করেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান জানান, দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদ ও বকেয়া বেতন ভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরায় কর্মবিরতি শুরু করা হয়েছে। এর সমাধান না হলে আগামীকাল (বুধবার) অবস্থান ধর্মঘটসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে।
এদিকে, শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে সাতক্ষীরা-যশোর মহাসড়কে কলেজের সামনে তিন ঘন্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে বলেন, শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শিক্ষকরা ক্লাস না নিলে আমাদের লেখাপড়ার ক্ষতি হবে।
শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী ওসমান গনি, বোরহান মন্ডল, সোহান হোসেন, রাকিব কবিরসহ আরও অনেকে।