কলকাতার নায়িকার সাথে বড় পর্দায় মোশাররফ
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘বিলডাকিনি’ সিনেমা। যেখানে জুটি বাঁধেন মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্ণো মিত্র। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। অবশেষে ‘বিলডাকিনি’ আসছে প্রেক্ষাগৃহে। শুক্রবার সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম।
পোস্টারে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকেও। এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’র মধ্যদিয়ে বাংলাদেশি সিনেমায় পা রাখেন তিনি।
মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে সিনেমার নির্মাতা-কলাকুশলীরা ছুটে যান এর শুটিং স্পটে। সেখান থেকেই জানানো হয়, আগামী ২৪ জানুয়ারি সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিলডাকিনি। পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে সিনেমার মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদসহ অনেকে।
পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন, ছবিটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করবেন বলেই মনে করি। এই ছবি আপনারা দেখবেন সেই প্রত্যাশা করি একটা কারণে—এটা আমাদের গল্প, আমাদের সিনেমা।
বিলডাকিনিতে মোশাররফ করিম রয়েছেন মানিক মাঝি চরিত্রে। আর পার্ণোর চরিত্রের নাম হানুফা। এতে আরও অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেনসহ অনেকে।
সবুজদেশ/এসইউ