ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কলাগাছের সাথে শত্রুতা!

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতা করে সাহেব আলী নামের এক কৃষকের ৭৮টি কলাগাছ কেটে দিয়েছে দৃর্বুত্তরা। সোমবার রাতে পৌরসভার বলিদাপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে।
কৃষক সাহেব আলী জানান, তিনি বলিদাপাড়া গ্রামের দুই বিঘা জমির এক পাশে ৩ মাস আগে ৯০টি কলাগাছ লাগান। কলাগাছ গুলো অনেক বড় হয়ে হয়েছে। কয়েকদিন পর গাছে ফল ধরবে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার লাগানো ৭৮টি কলাগাছ মাজা থেকে কেটে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে বলিদাপাড়া গ্রামের আতাউর রহমানের ৮টি ছাগল তার কলাবাগানে প্রবেশ করে কিছু কলা গাছ নষ্ট করে দেয়। ওই সময় ৩টি ছাগল ধরে খোয়াড়ে দিই। এর প্রেক্ষিতে তারাই হয়তো রাতে এই কলাগাছগুলো কেটে দিয়েছে। সাহেব আলী জানান, এ বিষয়ে গ্রামের মাত্তবরদের কাছে ও থানায় অভিযোগ দেওয়া হবে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুছ আলী জানান, আমি সারা দিন বাহিরে ছিলাম । কলা গাছ কাটা বিষয়ে কেউ কোন অভিযোগ দিয়েছে কিনা আমার জানা নেই।

About Author Information
আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
৮২৮ Time View

কলাগাছের সাথে শত্রুতা!

আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতা করে সাহেব আলী নামের এক কৃষকের ৭৮টি কলাগাছ কেটে দিয়েছে দৃর্বুত্তরা। সোমবার রাতে পৌরসভার বলিদাপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে।
কৃষক সাহেব আলী জানান, তিনি বলিদাপাড়া গ্রামের দুই বিঘা জমির এক পাশে ৩ মাস আগে ৯০টি কলাগাছ লাগান। কলাগাছ গুলো অনেক বড় হয়ে হয়েছে। কয়েকদিন পর গাছে ফল ধরবে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার লাগানো ৭৮টি কলাগাছ মাজা থেকে কেটে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে বলিদাপাড়া গ্রামের আতাউর রহমানের ৮টি ছাগল তার কলাবাগানে প্রবেশ করে কিছু কলা গাছ নষ্ট করে দেয়। ওই সময় ৩টি ছাগল ধরে খোয়াড়ে দিই। এর প্রেক্ষিতে তারাই হয়তো রাতে এই কলাগাছগুলো কেটে দিয়েছে। সাহেব আলী জানান, এ বিষয়ে গ্রামের মাত্তবরদের কাছে ও থানায় অভিযোগ দেওয়া হবে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুছ আলী জানান, আমি সারা দিন বাহিরে ছিলাম । কলা গাছ কাটা বিষয়ে কেউ কোন অভিযোগ দিয়েছে কিনা আমার জানা নেই।