ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কলেজ ছাত্রকে মারপিট, ১৩ ছাত্রলীগ নেতা আটক

Reporter Name

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের ছাত্রের উপর হামলার ঘটনায় ১৩ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে কলেজের শিক্ষকদের কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটক হয়েছেন বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু, তার সহযোগী ছাত্রলীগ নেতা ইয়াছিন আলী, জাহিদুল গাজী, মুরাদ সানাসহ ১৩ জন।

বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাষক জানান, কলেজ মাঠে বেলা ১১টার দিকে কলেজ ছাত্র লিখন ইসলামকে মেয়েলী ঘটনা নিয়ে কলেজ মাঠে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাহিদ রানা বাবুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক মারপিট শুরু করে। এ সময় মাঠের পাশে কাজে নিয়োজিত থাকা শ্রমিকরাসহ স্থানীয়রা ঘটনাটি দেখার পর উত্তেজিত হয়ে পড়ে। এ সময় নিজেদের বাঁচাতে ছাত্রলীগের এসব নেতাকর্মীরা কলেজের শিক্ষকদের রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।

তিনি বলেন, পরে ঘটনাটি কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ সিহাবউদ্দীন আশাশুনি থানা পুলিশকে অবহিত করে। এরপর আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ছাত্রলীগ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। আটক হওয়া এসব ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন মানুষদের পকেটে গাজা ঢুকিয়ে চাঁদাবাজি করে বেড়ায়। কিছুদিন পূর্বে কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক প্রবীর বৈরাগীকেও মারপিট করেছিল।

আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. মুহাম্মদ সিহাবউদ্দীন জানান, এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, কলেজ ছাত্রকে মারপিটের ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About Author Information
আপডেট সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
৪৬২ Time View

কলেজ ছাত্রকে মারপিট, ১৩ ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের ছাত্রের উপর হামলার ঘটনায় ১৩ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে কলেজের শিক্ষকদের কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটক হয়েছেন বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু, তার সহযোগী ছাত্রলীগ নেতা ইয়াছিন আলী, জাহিদুল গাজী, মুরাদ সানাসহ ১৩ জন।

বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাষক জানান, কলেজ মাঠে বেলা ১১টার দিকে কলেজ ছাত্র লিখন ইসলামকে মেয়েলী ঘটনা নিয়ে কলেজ মাঠে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাহিদ রানা বাবুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক মারপিট শুরু করে। এ সময় মাঠের পাশে কাজে নিয়োজিত থাকা শ্রমিকরাসহ স্থানীয়রা ঘটনাটি দেখার পর উত্তেজিত হয়ে পড়ে। এ সময় নিজেদের বাঁচাতে ছাত্রলীগের এসব নেতাকর্মীরা কলেজের শিক্ষকদের রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।

তিনি বলেন, পরে ঘটনাটি কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ সিহাবউদ্দীন আশাশুনি থানা পুলিশকে অবহিত করে। এরপর আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ছাত্রলীগ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। আটক হওয়া এসব ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন মানুষদের পকেটে গাজা ঢুকিয়ে চাঁদাবাজি করে বেড়ায়। কিছুদিন পূর্বে কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক প্রবীর বৈরাগীকেও মারপিট করেছিল।

আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. মুহাম্মদ সিহাবউদ্দীন জানান, এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, কলেজ ছাত্রকে মারপিটের ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।