কাঠের গুড়া, কাপড়ের রং দিয়ে মসলা তৈরি, আটক ১
কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় শাহজালাল নামে একটি ভেজাল মসলা তৈরীর কারখানায় ধানের তুষ, কাঠের গুড়া, কাপড়ের রং দিয়ে মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া তৈরীর অভিযোগে মিলটির মালিক রাশেদ(২৫)কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও মিলটি সিলগালা করে দিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্ব শহরের বড়বাজার এলাকার শাহজালাল ভেজাল মসলা তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ভেজাল মসলা তৈরীর সতত্যা পাওয়া গেলে মিলটির মালিক রাশেদকে এ দন্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানান, এই মিলটিতে দীর্ঘদিন ধরে এভাবেই মসলা তৈরী ও বিক্রি করে আসছিলো। এখানে যে গুলো তৈরী হয় তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মিলটি বন্ধ করে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, শুধু এই মিল না বড়বাজার এলাকায় আরো অনেকগুলো মিল রয়েছে। আমরা পর্যায় ক্রমে সকল মিলে অভিযান পরিচালনা করবো। ভেজাল খাদ্য তৈরী ও বাজারজাত করনের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।