ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাতার ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে কাতারে, ২০২২ সালে। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ওই বিশ্বকাপের লোগো উন্মোচন করেছেন ফিফা।

কাতার বিশ্বকাপের লোগো চিত্রিত হয়েছে ইংরেজি হরফে আট সংখ্যার মতো। আট দিয়ে টুর্নামেন্টের আটটি স্টেডিয়ামকে বোঝানো হয়েছে। আট সংখ্যাটি দেখতে ফিফা বিশ্বকাপের ট্রফির মতো।

আরবের ঐতিহ্যবাহী ‘উলের শাল’ ধারণা থেকে লোগোটি অনুপ্রাণিত। ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের আসর বসবে শীতকালে। শীতের সময় এই শাল দুনিয়াজুড়েই পরা হয়।

এছাড়া প্রতীকটি ‘ইনফিনিটি’ চিহ্ন হিসেবেও প্রকাশ করা যায়। প্রকাশিত লোগোটি আরবের স্পিরিট এবং কাতারের ঐতিহ্যকে ধারণ করে। বিভিন্ন জাতির মানুষকে কাতারে একত্রিত করবে ফুটবল। অর্থাৎ শুধু ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন সংস্কৃতির সম্মেলন ঘটবে সেখানে।

প্রতীকটির গায়ে যে বাঁক দেখা যায় তা দিয়ে মরু পাহাড়ের বালিয়াড়ির ঢেউকে বোঝানো হচ্ছে। ওই লুপকে একইসঙ্গে এমন চিহ্ন হিসেবেও চিত্রিত করা হয়েছে, যা দিয়ে এই আসরের আন্তসংযোগের বৈশিষ্ট্যকে প্রতিফলিত করছে।

About Author Information
আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
৩৮৯ Time View

কাতার ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

সবুজদেশ ডেস্কঃ

ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে কাতারে, ২০২২ সালে। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ওই বিশ্বকাপের লোগো উন্মোচন করেছেন ফিফা।

কাতার বিশ্বকাপের লোগো চিত্রিত হয়েছে ইংরেজি হরফে আট সংখ্যার মতো। আট দিয়ে টুর্নামেন্টের আটটি স্টেডিয়ামকে বোঝানো হয়েছে। আট সংখ্যাটি দেখতে ফিফা বিশ্বকাপের ট্রফির মতো।

আরবের ঐতিহ্যবাহী ‘উলের শাল’ ধারণা থেকে লোগোটি অনুপ্রাণিত। ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের আসর বসবে শীতকালে। শীতের সময় এই শাল দুনিয়াজুড়েই পরা হয়।

এছাড়া প্রতীকটি ‘ইনফিনিটি’ চিহ্ন হিসেবেও প্রকাশ করা যায়। প্রকাশিত লোগোটি আরবের স্পিরিট এবং কাতারের ঐতিহ্যকে ধারণ করে। বিভিন্ন জাতির মানুষকে কাতারে একত্রিত করবে ফুটবল। অর্থাৎ শুধু ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন সংস্কৃতির সম্মেলন ঘটবে সেখানে।

প্রতীকটির গায়ে যে বাঁক দেখা যায় তা দিয়ে মরু পাহাড়ের বালিয়াড়ির ঢেউকে বোঝানো হচ্ছে। ওই লুপকে একইসঙ্গে এমন চিহ্ন হিসেবেও চিত্রিত করা হয়েছে, যা দিয়ে এই আসরের আন্তসংযোগের বৈশিষ্ট্যকে প্রতিফলিত করছে।