কাদের সিদ্দিকীর বাসায় ড. কামাল
সবুজদেশ ডেক্সঃ ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসায় বৈঠক করেছেন। রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডে কাদের সিদ্দিকীর বাসায় বুধবার রাত আট থেকে প্রায় দুই ঘণ্টা এই বৈঠক হয়।
বৈঠক শেষে রাত ১০টার দিকে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘বহু আগে থেকেই আমাদের প্রতি কাদের সিদ্দিকীর সমর্থন আছে। কৃষক শ্রমিক জনতা লীগ আমাদের সঙ্গে থাকবে কি না, তা আগামী ৩ নভেম্বর জানা যাবে।’
কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব, সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, জেএসডির নেতা জগলুল হায়দার আফ্রিক ও আবদুল মালেক রতন বৈঠকে অংশ নেন। এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কাদের সিদ্দিকীর দল ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছে কি না, এ বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলেননি। তবে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেছেন, ‘আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে যেতে চাই।’