কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত
সবুজদেশ ডেস্কঃ
ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি)–এর পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য পুরানো সিলেবাসে প্রশ্নপত্র বিতরণ করা হয়। আর পুরাতনদের জন্য নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয় বলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কারিগরি শিক্ষা বোর্ড।
অন্যদিকে, পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনির্বার্যকারণবশত স্থগিত হলো। পরবর্তীতে এ পরীক্ষা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।