সাতক্ষীরাঃ
কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে ছকিনা খাতুন (৫০) নামের এক বিধবা নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মৌতলা গ্রামের মৃত কোরবান মোড়লের স্ত্রী।
ছকিনার বড় ছেলে রফিকুল ইসলাম জানান, বুধবার ভোর ৫টার দিকে বাড়ির পাশের একটি নিম গাছের ডালে ওড়নার দিয়ে আত্মহত্যা করেন তার মা। প্রতিবেশীরা ঝুলন্ত লাশ দেখে তাদের জানালে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি থানায় নিয়ে যায়। তার মা প্রায় দেড় বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানান তিনি।
থানার উপ-পরিদর্শক মনির তরফদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।