ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কালিগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম রাম দাস মন্ডল। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাট গ্রামের সুনীল মন্ডলের ছেলে। রোববার (৯ অক্টোবর) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, নিহত রাম দাস মন্ডলের পিতা সুনীল মন্ডল (৫০), একই গ্রামের মধু মন্ডলের ছেলে নয়ন মন্ডল (১৮) ও বাবু মন্ডলের ছেলে মানিক মন্ডল (১৪)। এদের মধ্যে গুরুতর আহত সুনীল মন্ডল ও নয়ন মন্ডলকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

বিষ্ণুপুর ইউপি’র সদস্য সিরাজুল ইসলাম জানান, সুনীল মন্ডল ও তার ছেলে রাম দাসসহ ৫ জেলে রাতে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে বানিয়াপাড়া খালে মাছ ধরতে যান। বানিয়াপাড়া খালের পাশে অবস্থিত ওই গ্রামের শামসুর রহমানের ছেলে আবুল হোসেনের ধানক্ষেতে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে রাম দাস মন্ডল ঘটনাস্থলে মারা যায়। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অপর তিনজনকে অত্যন্ত দক্ষতার উদ্ধার করেন শ্রীরামপুর গ্রামের মৃত আরশাদ চৌধুরীর ছেলে জেলে মোয়াজ্জেম হোসেন (৫২)। তবে সুনীল মন্ডলের ডান হাত ও শরীরের বেশ কিছু স্থানে এবং নয়ন মন্ডলের ডানহাতে মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য নিহত রাম দাসের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩

Update Time : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কালিগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম রাম দাস মন্ডল। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাট গ্রামের সুনীল মন্ডলের ছেলে। রোববার (৯ অক্টোবর) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, নিহত রাম দাস মন্ডলের পিতা সুনীল মন্ডল (৫০), একই গ্রামের মধু মন্ডলের ছেলে নয়ন মন্ডল (১৮) ও বাবু মন্ডলের ছেলে মানিক মন্ডল (১৪)। এদের মধ্যে গুরুতর আহত সুনীল মন্ডল ও নয়ন মন্ডলকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

বিষ্ণুপুর ইউপি’র সদস্য সিরাজুল ইসলাম জানান, সুনীল মন্ডল ও তার ছেলে রাম দাসসহ ৫ জেলে রাতে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে বানিয়াপাড়া খালে মাছ ধরতে যান। বানিয়াপাড়া খালের পাশে অবস্থিত ওই গ্রামের শামসুর রহমানের ছেলে আবুল হোসেনের ধানক্ষেতে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে রাম দাস মন্ডল ঘটনাস্থলে মারা যায়। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অপর তিনজনকে অত্যন্ত দক্ষতার উদ্ধার করেন শ্রীরামপুর গ্রামের মৃত আরশাদ চৌধুরীর ছেলে জেলে মোয়াজ্জেম হোসেন (৫২)। তবে সুনীল মন্ডলের ডান হাত ও শরীরের বেশ কিছু স্থানে এবং নয়ন মন্ডলের ডানহাতে মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য নিহত রাম দাসের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।