সাতক্ষীরার কালিগঞ্জে দিনদুপুরে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির সময় চোর সিন্ডিকেটের হোতা আবু বক্কর সিদ্দীক (৫৫) কে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানের সামনে থেকে মোটরসাইকেল চুরির সময় তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার সহযোগীরা।
আটক চোর আবু বক্কর সিদ্দীক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়িখালী গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে।
পুলিশ জানায়, নলতা ইউনিয়ন পরিষদের পাশে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আহম্মদ আলীর গাজীর ছেলে শহিদুল্যাহ গাজীর (৩৩) কনফেকশনারীর দোকান রয়েছে। তিনি প্রতিদিনের ন্যায় দোকানের সামনে তার ব্যবহৃত হিরো হোন্ডা স্পেলেন্ডার প্লাস মোটরসাইকেলটি রেখে ব্যবসায়িক কার্যক্রম করছিলেন। সকাল ৯ টার দিকে আবু বক্কর সিদ্দীক মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দীক একজন পেশাদার মোটরসাইকেল চোর বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় শহিদুল্যাহ গাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ