ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার দশদিন পর গৃহবধূ সাদিয়া পারভীন (২৪) মারা গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ মার্চ) রাতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

নিহত গৃহবধূ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের সাংবাদিক ও ব্যবসায়ী তারিকুশ সারাফাতের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, গত ১৯ মার্চ কম্পিউটার প্রশিক্ষণের উদ্দেশ্যে নলতায় গিয়ে আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন সাদিয়া পারভীন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

গৃহবধূকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বখাটে জিসান (১৬) দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানা গেছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু

Update Time : ০৭:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

 

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার দশদিন পর গৃহবধূ সাদিয়া পারভীন (২৪) মারা গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ মার্চ) রাতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

নিহত গৃহবধূ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের সাংবাদিক ও ব্যবসায়ী তারিকুশ সারাফাতের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, গত ১৯ মার্চ কম্পিউটার প্রশিক্ষণের উদ্দেশ্যে নলতায় গিয়ে আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন সাদিয়া পারভীন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

গৃহবধূকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বখাটে জিসান (১৬) দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানা গেছে।

সবুজদেশ/এসইউ