কালীগঞ্জের ফাতেমা প্রাঃ হাসপাতালে আধুনিক ল্যাপারোস্কোপির উদ্বোধন
ঝিনাইদহ কালীগঞ্জে রোগীদের চিকিৎসাসেবা বাড়াতে ল্যাপারোস্কোপিক, লেজার এন্ড ইএনটি বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ২ টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ইকো ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাসেবায় এ আধুনিক যন্ত্রপাতির উদ্ভোধন করা হয়। এ উপজেলার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে অত্যন্ত ব্যয়বহুল অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক স্থাপন এটিই প্রথম।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির ৩য় তলায় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ইকরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আসলাম হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন ডঃ নুর নবী, ডঃ এম এ কাফি,ডঃ প্রফুল্ল কুমার মজুমদার, ডঃ জাফরিন আশরাফ, ডঃ প্রনব কুমার দত্ত, ডঃ আকাশ চৌধুরী প্রমুখ।
ডাঃ নুর নবী তার বক্তব্যে বলেন, এদেশের অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশগুলোতে যায়। সে সকল দেশেও আমাদের দেশের অনেক চিকিৎসক সেবা দিচ্ছেন। আমাদের অভাব শুধু রোগ নির্নয় ও চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতির। তবে এখন সরকারী ও বেসরকারী চিকিৎসাসেবায় মুল্যবান যন্ত্রপাতি আসছে। যে কারনে মান সম্মত সেবা বাড়ছে। শুধু দরকার আমাদের মানষিকতার পরিবর্তন।
প্রধান অতিথির বক্তৃতায় ডঃ আসলাম হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশের চিকিৎসাসেবা অনেক এগিয়ে। উন্নত রাষ্ট্রগুলোর মত এদেশেও অনেক ভালো ভালো চিকিৎসক আছেন। তেমনি পূর্বে না থাকলেও এখন রোগ নির্নয় ও চিকিৎসায় অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি এসে যাচ্ছে। বিশেষ করে অস্ত্রপোচারের বিকল্প ঝুঁকিবহিীন অপারেশন হচ্ছে। তিনি বলেন, জেলা ও বিভাগীয় শহর পর্যায়ে এ সকল যন্ত্রপাতি রয়েছে। কালীগঞ্জবাসীর এ উন্নত চিকিৎসার সুযোগ পেতে কমপক্ষে ২৫/৩০ কিলোমিটার দুরে যেতে হয়। ফলে অনেক টাকা ব্যয় করেও কালীগঞ্জ উপজেলা শহরে এ সুযোগ আজ ইকো ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা প্রাইভেট হাসপাতাল সৃষ্টি করে দিয়েছে। যে কারনে এ প্রতিষ্ঠানটি ধন্যবাদ পাওয়ারযোগ্য।
সবুজদেশ/এসইউ